আরেক রেস্টুরেন্ট অ্যাপ কিনছে আমেরিকান এক্সপ্রেস

২ জুলাই, ২০২৪ ২২:৪৪  

আর্থিক পরিষেবা দাতা প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস নিউইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো শহরে কাঙ্ক্ষিত রেস্তোরাঁয় অগ্রাধিকারভিত্তিতে টেবিল রিজার্ভেশনে সাহায্য করবে। এজন্য সম্প্রতি টক নামের একটি বুকিং অ্যাপ কেনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর সিএনএন।

টকের আওতায় রয়েছে সাত হাজারের মতো খাদ্য ও পানীয় পরিষেবা দেয় এমন রেস্টুরেন্ট। এ অধিগ্রহণে আমেরিকান এক্সপ্রেস খরচ করেছে ৪০ কোটি ডলার।

অবশ্য এর আগে আরেক বুকিং অ্যাপ রেসির মালিকানা গ্রহণ করে আমেরিকান এক্সপ্রেস। যেখানে অ্যামেক্স গ্রাহকদের জন্য বিশেষ ধরনের বুকিং অফার চালু রয়েছে, যা অন্য গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।

ডিবিটেক/বিএমটি